ছোট গল্প
একদিন এক ধনী ব্যক্তি ট্রেনে করে অফিসে যাচ্ছিলেন। ব্যক্তিটি স্টেশনে টিকিট নিয়ে ট্রেনে উঠে পড়ে। এক ভিখারী (পরনে ছেড়া কাঁপর, রোগা শরীর, জামা কাপড়ে ময়লা) সেই ট্রেনে সেই কামরায় উঠলেন যে কামরায় ধনী ব্যাক্তিটি উঠেছিলেন।।
ভিখারী: আমি তিন দিন ধরে কিছু খাইনি,ভগবানের নামে কিছু দিন।
[এইরকম বলতে বলতে সে ধনী ব্যক্তির কাছে পৌঁছায়]
ব্যক্তি: কোন কিছুুই বললেন না।।
ভিখারী: দয়া করে,কিছু দিন।
ব্যক্তি: এখান থেকে যান।।। আমার কাছে খুচরো নাই।।
(তারপরও ভিখারী টি তাঁর পিছন ছাড়লেন না)
অনেক অনুরোধের পর-
ব্যক্তি:আচ্ছা আপনাকে যে কিছু টাকা দেব । তার পরিবর্তে আপনি আমাকে কি দিবেন।।
ভিখারী; sir, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই।।
ব্যক্তি: আপনি জানেন না কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি যদি কিছু দিতে না পারেন তাহলে আমিও কিছু দিতে পারব না।।
[ট্রেন অন্য এক স্টিশনে লাগলো ব্যক্তিটি ট্রেন থেকে নেমে গেলেন।।]
আবার একদিন ওই ভিখারী ওই ভদ্রলোক কে দেখতে পেলেন এবং তার কাছে ভিক্ষা চাইতে যাবে অমন সময় ভিখারী টি স্টেশনে থেকেফুল তুলে নিয়ে যায় ওই ভদ্রলোকটির কাছে।।
ভিখারী:আপনি আমাকে কিছু ভিক্ষা দিন তার পরিবর্তে আমি আপনাকে কিছু দেব।
ব্যক্তি:হতভম্ভ হয়ে পকেট থেকে পাঁচ টাকা বের করে দিলেন।
ভিখারী: তার বিনিময়ে তাঁর হাতে থাকা কিছু ফুল দিয়ে দিলেন সেই ভদ্রলোককে।
ব্যক্তি:খুব খুশি হলেন।
(তারপর বেশ কয়েকমাস দেখা যায় না স্টেশনে।)
একদিন একজন ভদ্রলোক ওই ধনী ব্যক্তিটির কাছে গিয়ে বসলেন। আর বললেন চিনতে পারলেন আমাকে?
ব্যক্তি:না,ক্ষমা করবেন, আপনাকে চিনতে পারলাম না।
ভদ্রলোক:আমি সেই ভিখারী যে আপনার কাছে শিখেছিল কিছু নিতে হলে কিছু দিতে হয়।
ব্যক্তি:হ্যাঁ,কিন্তু এখন আপনি কি করছেন?
ভদ্রলোক:sir,আপনি যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার জন্য আমি নিজের একটি ফুলের ব্যাবসা খুলেছি আর এখন আমার নিজের ফুলের বাজার আছে।।
শিক্ষা:একটা ছোট্ট কথা ভিখারী থেকে একটা মানুষকে ভদ্র এবং ধনী ব্যাক্তিটি পরিনিত করলো।।
বি:দ্রো: কোনো বানান ভুল থাকলে ক্ষমা করবেন।।।
Comments
Post a Comment